Breaking News
Home / Education / সূরা রহমানের ফজিলত – সূরা রহমান তাফসীর- Surah Rahman With Arabic, Bangla, English

সূরা রহমানের ফজিলত – সূরা রহমান তাফসীর- Surah Rahman With Arabic, Bangla, English

সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সকল মুসলিম উম্মাহ সূরা রহমান (Surah Rahman) সম্পর্কে অবগত। পবিত্র কুরআন শরীফের সূরা রহমান এর ফজিলত অনেক বেশি। অনেকেই আমরা জানি না সূরা রহমান এর ফজিলত কি কি। এজন্য আপনাদের জানাতে আজকের পোস্টে আমরা সূরা রহমান বাংলা উচ্চারণ, সূরা রহমান তাফসীর, সূরা রহমানের ফজিলত, সূরা রহমান কত পারায় আছে এই সকল বিষয় জানাবোম ইনশাআল্লাহ। চলুন জেনে নেওয়া যাক Surah Rahman বাংলা উচ্চারণ ও তাফসীর। 

সূরা রহমানের ফজিলত - সূরা রহমান তাফসীর- Surah Rahman With Arabic, Bangla, English

সূরা রহমানের ফজিলত – সূরা রহমান এর ফজিলত

পবিত্র কুরআন শরীফের ৫৫ তম সূরাটি হচ্ছে সূরা আর রহমান। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা হচ্ছে ৭৮ টি এবং রুকু তথা অনুচ্ছেদ সংখ্যা রয়েছে ৩ টি। সূরা আর রহমান অবতীর্ণ হয়েছিল মক্কায়।

হাদিস শরীফে বর্ণিত রয়েছে, নবি করীম (সা:) এরশাদ করেন, প্রত্যেক জিনিসই একটা নির্দিষ্ট সৌন্দর্য রয়েছে। সূরা আর রহমান পবিত্র কুরআন শরীফের সৌন্দর্য। সূরা রহমানের ফজিলত হচ্ছে এটি অর্ধেক কোরানের সমান। 

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যারা শুধু আল্লাহ তায়ালা কে খুশি করার জন্য প্রত্যহ আসরের নামাজ বাদ এই সূরাটি পাঠ করবে, তাদের চেহারা নূরানী হবে, স্ত্রী পুত্র তার তাবেদার হবে, তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেস্তের হকদার হয়ে যাবে। 

যে ব্যক্তি প্রত্যাহ একা গমনে সূরা আর রহমান পাঠ করে, মহান আল্লাহ তাআলার রহমত তার প্রতি বর্ষিত হবে। দোযখের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। নূরানী হবে তার চেহারা এবং রুজি রোজগারে সে বরকত লাভ করবে। 

সূরা আর রহমান তেলাওয়াত করে চোখ খুলুনের জন্য কোন রোগীর চোখে ফু দিলে, চক্ষু রোগ আরোগ্য হবে।

 সূর্য উদয় কালে সূর্যের দিকে ফিরে সূর্যের দিকে মুখ রেখে সূরা রহমান পাঠ করা শুরু করবে এবং প্রত্যেক “ফাবি আইয়্যি আলায়ি রাব্বিকুমা তুকাযযিবান” পাট করিবার সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করতে হবে। এভাবে পরীক্ষা ৪০ দিন পর্যন্ত এই আমলটি করলে আল্লাহর রহমতে সমস্ত মানুষ আমল কারীর বাধ্যগত ও অনুগত থাকবে।

“ফাবি আইয়্যি আলায়ি রাব্বিকুমা তুকাযযিবান” এ আয়াত তিনবার পাঠ করে কোন মজলিসে বা হাকিমের সম্মুখীন উপস্থিত হলে, পাঠকারী সম্মান ও উত্তম ব্যবহার লাভ করবে। 

সূরা আর রহমান এর ফজিলত সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যারা শুধু আল্লাহতালাকে খুশি করার উদ্দেশ্যে এই সূরাটি প্রত্যেক আসরের নামাজের পর পাঠ করবে। তাদের চেহারা নূরানী হবে, স্ত্রী পুত্র তার তাবেদার হবে। তার রিজিকের বৃদ্ধি পাবে এবং সে বেহেস্তের হকদার হবে।

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি জুন্নরাইন (রা:) এই সূরাটি পাঠ করে সারা বেহেস্তবাসীদেরকে মহিমাহিত করবেন। 

১১ বার সূরা রহমান পড়ার ফজিলত – সূরা রহমান এর ফজিলত

পবিত্র কুরআন শরীফে ফজিলতপূর্ণ বিভিন্ন দোয়া রয়েছে। এমন অনেক ফজিলতপূর্ণ দোয়া রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অনেকে অবগত নই। সূরা আর রহমান পাঠ করার ফজিলত সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে এখান থেকে জেনে নিতে পারেন। পবিত্র কোরআন শরীফের সবচাইতে মর্যাদা সম্পন্ন ও শ্রেষ্ঠ সুরের ভেতর রয়েছে আর রহমান সূরাটি। আর রহমান সূরাটিতে আল্লাহ তায়ালার অনেক নিয়ামত ও কুদরত সম্পর্কে বলা হয়েছে।

মহান আল্লাহ তা’আলা আমাদের জগৎ সৃষ্টি করেছেন এবং সাথে সাথে সৃষ্টি করেছেন বিভিন্ন ধরনের জীবজন্তু পশুপাখি সহ খাল বিল সকল কিছু। আল্লাহর সৃষ্টির কোন তুলনা হয় না। আল্লাহ তায়ালার কুদরতের কথা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে সূরা আর রহমান এ । ফজিলতের দিক থেকে সুরা আর রহমান হচ্ছে পবিত্র কুরআনের সমতুল্য। সূরা আর রহমান তেলাওয়াত করার ও 11 বার পড়ার ফজিলত রয়েছে অনেক। সুরা আর রহমান এর আল্লাহ তা’আলার ইহকাল, পরকাল ও অবদান সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা দিয়ে রেখেছেন। এজন্য সূরা আর রহমানের সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এই বাক্যটি বারবার বলা হয়েছে “ফাবি আইয়্যি আলায়ি রাব্বিকুমা তুকাযযিবান”।

সূরা আর রহমান এর বাংলা উচ্চারণ – সূরা রহমান বাংলা উচ্চারণ
– Surah Rahman With Arabic, Bangla, English 

১) আররাহমা-নু।

২) আল্লামাল কুরআ-ন।

৩) খালাকাল ইনছা-ন।

৪) আল্লামাহুল বায়া-ন।

৫) আশশামছুওয়ালকামারু বিহুছবা-ন।

৬) ওয়ান্নাজমুওয়াশশাজারু ইয়াছজূদা-ন।

৭) ওয়াছ ছামাআ রাফা‘আহা-ওয়া ওয়াদা‘আল মীঝা-ন।

৮) আল্লা-তাতাগাও ফিল মীঝা-ন।

৯) ওয়া আকীমুল ওয়াঝনা বিলকিছতিওয়ালা-তুখছিরুল মীঝা-ন।

১০) ওয়াল আরদা ওয়া দা‘আহা-লিলআনা-ম।

১১) ফীহা-ফা-কিহাতুওঁ ওয়ান্নাখলুযা-তুল আকমা-ম।

১২) ওয়াল হাব্বুযুল‘আসফি ওয়াররাইহা-ন।

১৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা-তুকাযযিবা-ন।

১৪) খালাকাল ইনছা-না মিন সালসা-লিন কাল ফাখখা-র।

১৫) ওয়া খালাকাল জান্না মিম্মা-রিজিমমিন্না-র।

১৬) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

১৭) রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।

১৮) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

১৯) মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া-ন।

২০) বাইনাহুমা-বারঝাখুল লা-ইয়াবগিয়া-ন।

২১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

২২) ইয়াখরুজূমিনহুমাল লু’লূউ ওয়াল মার জা-ন।

২৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

২৪) ওয়ালাহুল জাওয়া-রিল মুনশাআ-তুফিল বাহরি কালআ‘লা-ম।

২৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

২৬) কুল্লুমান ‘আলাইহা-ফা-নিওঁ।

২৭) ওয়া ইয়াবকা-ওয়াজহু রাব্বিকা যুল জালা-লি ওয়াল ইকরা-ম।

২৮) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

২৯) ইয়াছআলুহূমান ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন।

৩০) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৩১) ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন।

৩২) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ইয়াছআলুহূমান ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন।

৩০) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৩১) ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন।

৩২) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৩৩) ইয়া-মা‘শারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাতা‘তুম আন তানফুযূমিন আকতা-রিছ ছামাওয়া-তি ওয়াল আরদিফানফুযূ লা-তানফুযূনা ইল্লা-বিছুলতা-ন।

৩৪) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৩৫) ইউরছালু‘আলাইকুমা-শুওয়া-জু ম মিন্না-রিওঁ ওয়া নুহা-ছুন ফালা-তানতাসিরা-ন।

৩৬) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা – তুকাযযিবা-ন।

৩৭) ফাইযান শাককাতিছ ছামাউ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন।

৩৮) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৩৯) ফাইয়াওমা ইযিল্লা-ইউছআলু‘আন যামবিহী ইনছুওঁ ওয়ালা-জান।

৪০) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৪১) ইউ‘রাফুল মুজরিমূনা বিছীমা-হুম ফাইউ’খাযুবিন্নাওয়া-ছী ওয়াল আকদা-ম।

৪২) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৪৩) হা-যিহী জাহান্নামুল্লাতী ইউকাযযি বুবিহাল মুজরিমূন।

৪৪) ইয়াতূ ফূনা বাইনাহা-ওয়া বাইনা হামীমিন আ-লাই।

৪৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৪৬) ওয়া লিমান খা-ফা মাকা-মা রাব্বিহী জান্নাতা-ন।

৪৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৪৮) যাওয়া-তা আফনা-ন।

৪৯) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৫০) ফীহিমা-‘আইনা-নি তাজরিয়া-ন।

৫১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৫২) ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন ঝাওজা-ন।

৫৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৫৪) মুত্তাকিঈনা ‘আলা-ফুরুশিম বাতাইনুহা-মিন ইছতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দা-ন।

৫৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৫৬) ফীহিন্না কা-সিরা-তুত্তারফি লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।

৫৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৫৮) কাআন্নাহুন্নাল ইয়া‘কূতুওয়াল মারজান-ন।

৫৯) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৬০) হাল জাঝাউল ইহছা-নি ইল্লাল ইহছা-ন।

৬১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৬২) ওয়া মিন দূনিহিমা-জান্নাতা-ন।

৬৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৬৪) মুদ হূমমাতা-ন।

৬৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৬৬) ফীহিমা-‘আইনা-নি নাদ্দাখাতা-ন।

৬৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৬৮) ফীহিমা-ফা-কিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়ারুম্মা-ন।

৬৯) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৭০) ফীহিন্না খাইরা-তুন হিছা-ন।

৭১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৭২) হূরুমমাকসূরা-তুন ফিল খিয়া-ম।

৭৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৭৪) লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।

৭৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৭৬) মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন।

৭৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।

৭৮) তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম।

সূরা রহমান তাফসীর – Surah Rahman With Arabic, Bangla, English

পবিত্র কোরান শরীফে সূরা আর রহমান খুবই ফজিলত পূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কুরআন শরীফের সূরা রহমান তাফসীর পড়ার আগ্রহ আমাদের অনেকেরই হয়ে থাকে। কিন্তু সূরা রহমান তাফসীর একটি পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। এজন্য গুগল প্লে স্টোর থেকে “Muslim Bangla/মুসলিম বাংলা” আজকে ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আপনি পুরো কোরআন শরীফের বিভিন্ন সূরার আলাদা আলাদা আয়াতের আলাদা আলাদা তাফসীর পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে “Muslim Bangla/মুসলিম বাংলা” ডাউনলোড লিংক দেওয়া হল। 

সূরা রহমানের ফজিলত - সূরা রহমান তাফসীর- Surah Rahman With Arabic, Bangla, English

উপসংহার

আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে সূরা রহমানের ফজিলত নিয়ে। পোস্টটিতে সূরা রহমানের ফজিলত গুলো জানানোর চেষ্টা করছি। এছাড়াও সূরা রহমান বাংলা উচ্চারণ ও সূরা রহমান তাফসীর সম্পর্কে দেয়া হয়েছে। আশা করছি আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি সূরা আর রহমানের ফজিলত ও গুণাবলি সম্পর্কে জানতে পারবেন। সূরা রহমানের ফজিলত পেতে হলে নিয়মিত সূরা রহমান তেলাওয়াত করতে হবে। এমন পোস্ট আরও পেতে বেশি বেশি আমাদের ওয়েব সাইটে ভিজিট করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *