Breaking News
Home / Education / ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ- Types of Prayers and Number of Rakats

৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ- Types of Prayers and Number of Rakats

আসসালামুয়ালাইকুম, প্রিয় মুসলিম ভাই ও বোন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজ আমরা হাজির হয়েছি একটি নতুন বিষয় ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ নিয়ে। ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ (Namaz Rakat) মোটেও নতুন কোনো বিষয় না, তবে কিছু কিছু মানুষের কাছে বিষয়টি নতুন। কারণ অনেকেই জানে না আমাদের প্রতিদিনের নামাজগুলো কোন নামাজে কত রাকাত। তাই আপনাদের সুবিধার্থে আমাদের আজকের আলোচনা Types of Prayers and Number of Rakats বা ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ (Namaz Rakat)। 

৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ- Types of Prayers and Number of Rakats

নামাজ কি?

নামাজ একটি ফারসি শব্দ। নামাজকে আরবীতে বলা হয় সালাত। সালাত বা নামাজ যেটাই বলি ইসলামী পরিভাষায় নামাজকে বোঝানো হয় আল্লাহর নির্দেশে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিদিন পাঁচবার এবাদত করার একটি পদ্ধতি। এটি আল্লাহ প্রদত্ত একটি ফরজ ইবাদত আমাদের সকলের জন্য। ফলে মুসলিমদেরকে প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা বাধ্যতামূলক। নামাজকে বলা হয় মুসলিমদের মিরাজ। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। এই নামাজ বা সালাতের গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। মুসলিম হিসেবে আমাদেরকে নামাজের ফরজ কয়টি, নামাজের নিয়ম কি, কোন নামাজ কত রাকাত বা নামাজের রাকাত সমূহ ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর জেনে রাখা অবশ্যই প্রয়োজন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ। 

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাকে আমাদের উপর ফরজ করা হয়েছে। এই ফরজ নামাজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তেই রয়েছে ওয়াজিব, সুন্নত এবং নফল নামাজ। আমাদের মধ্যে নামাজের রাকাত (Namaz Rakat) নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। নামাজের রাকাত সমূহ জানার পূর্বে জেনে নেওয়া যাক নামাজের ফরজ কয়টি এবং কি কি।

নামাজের ফরজ কয়টি?

আর্টিকেলের এই অংশে আলোচনা করা হয়েছে নামাজের ফরজ কয়টি ও কি কি সে সম্পর্কে। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেই নামাজের ফরজ কয়টি তা জানতে হবে। কারণ আপনি বা আমি যদি নামাজের ফরজ কয়টি তা না জানি, তাহলে নামাজের ভুল হওয়া সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে নামাজের ফরজ কয়টি জানা না থাকার কারণে অনেকের নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ফরজগুলো নিচে আলোচনা করা হলোঃ

 নামাজের বাইরের ৭টি ফরজ

  •  শরীর পবিত্র হওয়া
  •  কাপড় পবিত্র হওয়া
  •  নামাজের জায়গা পবিত্র হওয়া
  •  সতর ঢাকা (পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কব্জি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখতে হবে। নারীদের জন্য পর্দার ক্ষেত্রে নারীর পুরো শরীর সতর এর অন্তর্ভুক্ত)
  •  কেবলামুখী হওয়া
  •  ওয়াক্ত মত নামাজ পড়া
  •  অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা 

নামাজের ভিতরের ৬টি ফরজ

  • তাকবীরে তাহরীমা ( শুরুতে আল্লাহু আকবার বলা)
  • ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে আদায় করা
  • কিরাত পড়া (কুরআনুল কারীম থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পড়া ফরজ)
  • রুকু করা
  • দুই সিজদা করা
  • শেষ বৈঠক

বিশেষ দ্রষ্টব্যঃ 

১) নামাজী ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে ( যেমন সালাম ফেরানো ইত্যাদি) নামাজ থেকে বের হওয়া একটি ফরজ। [ আল বাহরুর রাযিয, ১ঃ৫১৩]

২) নামাজ আদায়ের সময় কোন ফরজ বাদ পড়ে গেলে নামাজ ও বাতিল হয়ে যায়। সাহু সিজদা করার পরেও নামাজ সহিহ হয় না। [আল বাহরুর রায়িক, ১:৫০৫) ফাতাওয়া শামি, ১ : ৪৪৭, হিদায়া, ১:৯৮]

ফজরের নামাজের রাকাত – ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ

ফজর ওয়াক্তের মোট ৪ রাকাত নামাজ

  • ফরজ- ২ রাকাত
  • সুন্নত- ২ রাকাত

সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময়। (মুসলিম, হাদিস: ১৪৫৬, ৯৬৬)

যোহরের নামাজের রাকাত – ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ

যোহর ওয়াক্তের মোট ১০ রাকাত নামাজ

  • সুন্নত- ৪ রাকাত
  • ফরজ- ৪ রাকাত
  • সুন্নত- ২ রাকাত

জোহর নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য মধ্য আসমান থেকে ঢলে পড়ার পর। প্রত্যেকটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর নামাজের ওয়াক্ত থাকে। অর্থাৎ ছায়া দ্বিগুণ হওয়ার পর জোহরের নামাজের ওয়াক্ত বা সময় শেষ হয়ে যায়। (সহিহ বুখারি, হাদিস: ৭১৭, ৫০৬, মুসলিম, হাদিস: ৯৬৯)

তবে অন্য মাযহাব অনুযায়ী, বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে তবেই যোহরের ওয়াক্ত শেষ হবে। তাই এর আগেই জোহরের নামাজ পড়ে নেওয়া উত্তম। 

আসরের নামাজের রাকাত – ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ

আসর ওয়াক্তের মোট ৪ রাকাত নামাজ

  • ফরজ- ৪ রাকাত

আসরের নামাজ ৪ রাকাত। যোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আসরের নামাজের সময় থাকে। (সহিহ বুখারি, হাদিসঃ ৭১৭, ৫৪৫)

মাগরিবের নামাজের রাকাত – ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ

মাগরিব ওয়াক্তের মোট ৫ রাকাত নামাজ

  • ফরজ- ৩ রাকাত
  • সুন্নত- ২ রাকাত

মাগরিব নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর, আকাশ থেকে লালিমা বিদায় নেওয়া পর্যন্ত মাগরিব নামাজের ওয়াক্ত থাকে। (মুসলিম, হাদিসঃ ৯৬৯, দারা কুতনি, হাদিসঃ ১০৬৬)

এশার নামাজের রাকাত সমূহ – ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ

এশা ওয়াক্তের মোট ৫ রাকাত নামাজ

  • ফরজ- ৪ রাকাত
  • সুন্নত- ২ রাকাত
  • বিতর- ৩ রাকাত

এশার নামাজের ওয়াক্ত শুরু হয় আকাশের লালিমা বিদায় নেওয়ার পর থেকে এবং এশার নামাজের ওয়াক্ত থাকে সুবেহ সাদিকের আগ পর্যন্ত। (সহিহ বুখারি, হাদিসঃ ৫০৮, ৫৩৮, ৯৬৯, মুসলিম, হাদিসঃ ৯৬৯)

প্রিয় পাঠক, আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ বা Types of Prayers and Number of Rakats নিয়ে। ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। সম্পূর্ণ আর্টিকেল পড়লে ৫ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ বা Types of Prayers and Number of Rakats সম্পর্কে জানতে পারবেন। এই ধরনের আরো নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে বেশি বেশি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *