Breaking News
Home / Education / বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল – অনার্স বিষয় নির্ধারণ

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল – অনার্স বিষয় নির্ধারণ

 আজ আমরা আলোচনা করবো বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল সেই সম্পর্কে। আমরা সবাই জানি, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ১ম বর্ষের ২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। অনার্স ১ম বর্ষে ভর্তি পূর্ব মুহূর্তে আমাদের বেশকিছু বিষয় জানার খুব ইচ্ছা থাকে। তার মধ্যে অন্যতম একটি বিষয় বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল। আপনি যদি অনার্স লাইফটাকে প্যারা মুক্ত রাখতে চান তাহলে আজকের বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল পোষ্টটি আপনার জন্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল। 

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল - অনার্স বিষয় নির্ধারণ

প্রিয় শিক্ষার্থী, অনার্স শাখায় ভর্তি হওয়ার পূর্বে আমাদের প্রয়োজন সঠিক গাইডলাইন। অনার্সে ভর্তির সময় মাথাঠাণ্ডা করে জেনে বুঝে সাবজেক্ট নিতে হবে। ভুলবশত এমন কোন সাবজেক্ট নিয়েছেন এবং সেটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ অনার্স হয়ে যাবে প্যারাময়। তাই আগে থেকেই সতর্ক হওয়ার জন্য অনেক জানতে চান বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এই সম্পর্কে। কারণ একবার কনফ্রম হয়ে গেলে অনার্স বিষয় পরিবর্তন করা যায় না। এই পোষ্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করবো কিভাবে অনার্স শাখায় সাবজেক্ট চয়েস করবেন এবং বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল। চলুন তাহলে শুরু করি। 

যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা এবং যারা ভবিষ্যতে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের প্রতি রইল অগ্রিম শুভ কামনা। ইন্টারমিডিয়েট শেষ হবার পর থেকেই সবার মাথায় ঘুরতে থাকে অনার্স এপ্লাই করার বিষয়টি।  আপনার রেজাল্ট যদি ভাল থাকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থাকে তাহলে ভর্তি হতে পারবেন। এখানে অনেকে দুশ্চিন্তায় থাকেন বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল। অনার্সে ভর্তি হওয়ার পূর্বে বিষয় নির্বাচন করতে হয়। আপনি যদি অনার্সে এমন বিষয় নিয়ে লেখাপড়া করেন যে বিষয়ে প্রয়োজন বা মূল্যায়ন এখন অনেক কম। তাহলে আপনি যত ভাল রেজাল্টই করেন না কেন  বেকার থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি এমন বিষয় নির্বাচন করেন প্রয়োজন বা মূল্যায়ন রয়েছে তাহলে আপনার জন্য ভালো হবে। অনেকেই জানতে চেয়ে থাকেন বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল। তাদের জন্য আজ আমি অনার্সের সেরা ৫টি সাবজেক্ট সম্পর্কে জানাবো। 

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল দেখে নিন

  • ফিন্যান্স
  • একাউন্টিং
  • অর্থনীতি
  • ইংরেজি
  • ম্যানেজমেন্ট

১। ফিন্যান্স

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল পোষ্টের প্রথমেই রয়েছে ফিন্যান্স বিষয়। ফিন্যান্স বিষয়ের উপর আপনি যদি অনার্স কমপ্লিট এরপর মাস্টার্স কমপ্লিট করতে পারেন। তাহলে ওই সার্টিফিকেট নিয়ে আপনি বাংলাদেশের যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। যারা খুব ভাল ছাত্র /ছাত্রী  আমি তাদের রিকমেন্ডেড করব ফিন্যান্স সাবজেক্ট নেওয়ার জন্য। 

২। একাউন্টিং

অনার্সের সেরা ৫টি বিষয়ের মধ্যে একাউন্টিং অন্যতম একটি সেরা সাবজেক্ট। একাউন্টিং সাবজেক্ট এর উপর অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করতে পারেন এবং এর সাথে C.A. কমপ্লিট করতে পারেন। তাহলে আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। আপনি শহরে থাকেন বা গ্রামে চাকরি আপনার পিছু ছাড়বে না। একাউন্টিং বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ সাবজেক্ট।  এছাড়াও আপনি চাইলে দেশের যে কোনো সরকারি বা বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল পোষ্টের অন্যতম বিষয় একাউন্টিং। 

৩।  অর্থনীতি

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল পোষ্টের ৩ নাম্বারে রয়েছে অর্থনীতি (Economics). অর্থনীতি বিষয়টি অনার্সের সেরা সাবজেক্টগুলোর মধ্যে একটি। অর্থনীতি বিষয়ে যদি আপনি অনার্স ও মাস্টার্স কমপ্লিট করতে পারবেন বাংলাদেশের যেকোন আর্থিক প্রতিষ্ঠানে আপনার প্রাইওরিটি থাকবে অনেক বেশি। চাকরি পাবার সম্ভাবনা থাকবে আপনার অনেক বেশি, আপনার সম্মানটা অন্যের চেয়ে একটু এগিয়ে থাকবে। এটা খুব ভাল সাবজেক্ট। সাবজেক্ট চয়েজ করার সময় অবশ্যই অর্থনীতি (Economics) সাবজেক্ট চয়েজ দিতে ভুলবেন না। 

৪। ইংরেজি

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল পোষ্টের ৪ নাম্বারে রেখেছি ইংরেজি বিষয়। বিজ্ঞান শাখার সেরা বিষয়গুলোর মধ্যে আরেকটি অন্যতম বিষয় হচ্ছে ইংরেজি বা English. বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, দূতাবাস এবং বিদেশে চাকরি নেওয়ার ক্ষেত্রে ইংরেজির চাহিদা অনেক বেশি। বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এর উত্তর হিসেবে ইংরেজির অন্যতম। এই বিষয়ে আপনি গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে পারলে দেশে এবং বিদেশে যেকোনো ধরণের চাকরির জন্য আপনি উপযুক্ত বলে গণ্য হবে। এছাড়াও দেশে প্রতিটি সরকারি বা বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ রয়েছে। ইংরেজি সাবজেক্টের আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি যদি এই সাবজেক্টের উপর অনার্স সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার কাছে বিসিএস দেওয়া অনেক সহজ হয়ে যাবে। কারণ বিসিএস পরিক্ষায় অন্যসব ছাত্রদের তুলনায় ইংরেজি বিষয়ের ছাত্ররাই বেশি এগিয়ে থাকে। আপনার প্রশ্ন যদি হয়ে থাকে বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল তাহলে ইংরেজি সাবজেক্ট আপনার জন্য। 

৫। ম্যানেজমেন্ট

বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল পোষ্টের ৫ নাম্বারে রয়েছে ম্যানেজমেন্ট বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট সাবজেক্টটি খুবই ভালো একটি সাবজেক্ট। ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে আপনি বাংলাদেশের যেকোনো ক্যাটাগরির চাকরি করতে পারবেন। এমনকি আপনি নিজের চাকরি ক্ষেত্রে ভালো পজিশন অর্জন করতে পারবেন। অনার্সে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় ম্যানেজমেন্ট সাবজেক্ট দেওয়া সুযোগ থাকলে দিতে পারেন। এই সাবজেক্টে অনার্স করার পর আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। আপনার প্রশ্ন যদি বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এটা হয়ে থাকে তাহলে ম্যানেজমেন্ট বিষয়টি আপনার জন্য। 

অনার্স বিজ্ঞান শাখার বিষয় সমূহ:

  •  গণিত
  •  রসায়ন
  •  পদার্থবিজ্ঞান
  •  প্রাণ রসায়ন
  •  পরিসংখ্যান
  •  প্রাণিবিদ্যা
  •  উদ্ভিদবিদ্যা
  •  ভূগোল ও পরিবেশ
  •  মনোবিজ্ঞান
  •  মৃত্তিকা বিজ্ঞান
  •  কম্পিউটার বিজ্ঞান
  •  গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য

অনার্স ব্যবসায় শাখার বিষয় সমূহ:

  •  হিসাববিজ্ঞান
  •  ফিন্যান্স ও ব্যাংকিং
  •  ব্যবস্থাপনা
  •  মার্কেটিং

মানবিকে অনার্স বিষয় সমূহ:

  •  ইংরেজি
  •  অর্থনীতি
  •  বাংলা
  •  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  •  দর্শন
  •  রাষ্ট্রবিজ্ঞান
  •  লাইব্রেরী
  •  সাইন্স
  • সমাজকর্ম
  •  সমাজবিজ্ঞান
  •  ইতিহাস
  •  আরবী ইসলামী ইতিহাস
  •  বি. এড পলি সংস্কৃত ও অন্যান্য।

অনার্স প্রোগ্রাম ও বিষয়সমূহ:

 বিএসসি অনার্স (Bachelor of Science)

  •  পদার্থবিজ্ঞান
  •  গণিত
  •  রসায়ন
  •  প্রাণরসায়ন
  •  পরিসংখ্যান
  •  উদ্ভিদবিদ্যা
  •  প্রাণিবিদ্যা
  •  ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
  •  মনোবিজ্ঞান
  •  মৃত্তিকা বিজ্ঞান
  •  কম্পিউটার বিজ্ঞান
  •  গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য।

বিবিএ অনার্স (Bachelor of Business Administrative) অনার্স বিষয় সমূহ:

বিবিএ অনার্স বিষয়সমূহ নিচে দেওয়া হল

  •  ইংরেজি 
  •  বাংলা
  • অর্থনীতি
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  •  দর্শন
  •  রাষ্ট্রবিজ্ঞান
  •  লাইব্রেরী
  •  সাইন্স
  •  সমাজকর্ম
  •  সমাজবিজ্ঞান
  •  ইতিহাস
  •  আরবি ইসলামী ইতিহাস
  •  বি. এড পলি সংস্কৃত ও অন্যান্য। 

বিবিএ অনার্স ব্যবসায় শাখার বিষয় সমূহ:

  • ব্যবস্থাপনা
  • হিসাববিজ্ঞান
  • মার্কেটিং
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং ।

বিএ (Bachelor of Arts Honours) :

অনার্সে আর্টস এর সাবজেক্ট কি কি

  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন
  • ইসলামি শিক্ষা
  • আরবি ।

বিএসএস ( Bachelor of social science ) :

বি এস এস এর বিষয় সমূহ:

  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান
  • সমাজকর্ম
  • অর্থনীতি
  • নৃ – বিজ্ঞান
  • ভূগােল ও পরিবেশ

প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের অনার্সের সেরা ৫টি বিষয়। পাশাপাশি জানিয়েছি অনার্স বিষয় সমূহ।  বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনার্সে কোন বিষয় নিয়ে লেখাপড়া করবেন? যদি দূরচিন্তায় থাকেন। তাহলে আমাদের আজকের পোষ্ট বিজ্ঞান থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল আপনার উপকারে আসবে। পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *