Communication takes place every day.
এখন আমরা কমিউনিকেট করছি। প্রেজেন্টেশন যখন দাও কমিউনিকেট কর। মিটিংয়ে যখন আছ কমিউনিকেট করছ। ইমেল পাঠাচ্ছো Communication চলছে। সামনা সামনি যখন কথা বলছো Communication হচ্ছে। সারাক্ষণ আমরা যে কাজগুলো করি তার কিছু Secrets hacks নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। যে জিনিসগুলো আমি পেয়েছি আমার আশেপাশের অনেক মানুষের মধ্যে থেকে, অনেক বই থেকে এবং যেই জিনিস গুলো আমার লাইফে, আমার Communication ঠিক করতে অনেক হেল্প করেছে।
Call people by their name
তোমার সবথেকে প্রিয় শব্দ কোনটি? তোমার শোনা সবথেকে প্রিয় শব্দ হলো তোমার নামটা। তোমার নামের ব্যাপারে কিন্তু তোমার কাছে Subconscious Awareness থাকে। তোমার নাম মনে করো ফাহিম। আশেপাশে কথা-বার্তা হচ্ছে, তুমি তোমার কাজ করছ। হঠাৎ করে ফাহিম নামে কিছু একটা শুনলে, তোমার সম্পূর্ণ ফোকাস সেদিকে চলে যায় এবং তুমি তাড়াতাড়ি করে হিমশিম খেয়ে ডাক শুনো। তোমার নামের ব্যাপারে তোমার একটা Subconscious Awareness থাকার কারণে তোমার নাম বা শব্দটা তোমার কাছে অনেক প্রিয়।