আজকের পোষ্টে আলোচনা করব বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে। বিকাশ বা রকেট এর মত বহুল ব্যবহৃত সার্ভিস না হওয়ায় অনেকেই নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে জানেন না। আজকের পোস্টে আমি আপনাদের নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়মগুলোর মধ্যে যে সকল নিয়মগুলো রয়েছে সবগুলোই দেখাবো।
সাধারনত নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম ২টি। যথা:-
- নগদ ইউএসএসডি কোড ডায়াল করে
- ডিজিটাল নিয়মে (অ্যান্ড্রয়েড ফোনের জন্য)
এই পোষ্টের মাধ্যমে আপনাদের নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম জানাবো কিভাবে আপনি আপনার বাটন/অ্যান্ড্রয়েড ফোনে নগদ ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখবেন।
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
নগদ ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
প্রথমত আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তারপর যেই সিমে নগদ একাউন্ট রয়েছে সেই সিমে নগদ ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করুন। তো বন্ধুরা ডায়াল করার পর আপনারা এ ধরনের একটি লেআউট দেখতে পাবেন। এই লেআউটে নগদের যে সকল সার্ভিসগুলো রয়েছে সেই স্থানগুলি পয়েন্ট বাই পয়েন্ট লিস্ট আকারে দেওয়া রয়েছে। যেমন: ১ নম্বরে রয়েছে Cash Out, ২ নম্বরে রয়েছে Send Money। এখাবে সবগুলো পয়েন্ট আকারে সাজানো দেখতে পাবেন। এখান থেকে আপনি চলে যাবেন ৭ নম্বরে। ৭ নম্বরে রয়েছে মাই নগদ (7. My Nagad)।
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম হচ্ছে 7. My Nagad এ যাওয়ার পরে আপনার সামনে নতুন আরেকটি লেআউট আসবে। নতুন লেআউটে দেখতে পাবেন ১ নম্বরে রয়েছে Balance Enquiry।
নিচে ১ টাইপ করে Balance Enquiry-তে চলে যাবেন। এরপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি বসিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
তো বন্ধুরা দেখতেই পারছেন বর্তমানে আমার নগদ একাউন্টে ৬০/= টাকা রয়েছে। এটাই ছিল নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম। আপনিও এই নিয়মে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
১। *১৬৭# ডায়াল করুন;
২। 7 টাইপ করে (7.My Nagad) Send করুন।
৩। 1 টাইপ করে (1. Balance Enquiry) করুন।
৪। নগদ একাউন্টের পিন নাম্বার ডায়াল করুন।
উপরে উল্লেখিত নিয়ম হচ্ছে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম। এই নিয়ম অনুযায়ী কাজ করলে আপনি খুব সহজেই নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। ধন্যবাদ।