আমাদের আজকের টপিক ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। অনেকেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে জানতে চান। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম বা WiFi Password কিভাবে বের করবো বা সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় সম্পর্কে জানার জন্য অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকেন। ‘kivabe wifi password ber korbo’ লিখে সার্চ করে অনেকে। আপনিও যদি এই বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আজকের পোষ্ট ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম থেকে সহজেই জেনে নিতে পারবেন।
মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
Non Rooted মোবাইলে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন? প্রথমে আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে জেনে হবে। যেই ওয়াইফাইটি আপনার মোবাইলে বর্তমানে কানেকশন দেওয়া রয়েছে, তার উপর ট্যাপ করে ধরে রাখুন। আপনি যদি অত্যাধুনিক আপডেটেড কিংবা নতুন ভার্সনের হয়ে থাকে তাহলে কিছুক্ষন ট্যাপ করে ধরে রাখার পর একটি কিউ-আর কোড দেখতে পাবেন। কিউ-আর কোডটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। এবার স্ক্রীনশটের মধ্যে যতটুকু জায়গায় কিউ-আর কোডটি রয়েছে, ততটুকু জায়গা ক্রপ করে কেটে নিন।
এরপর আপনার কাজ হচ্ছে এই ওয়েবসাইটে (https://zxing.org/w/decode.jspx) প্রবেশ করা।ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে ইন্টারফেসে নিচে লেখা পাবেন “চুজ ফাইল”। চুজ ফাইলে ক্লিক করুন। এবার এখানে আপনার ক্রয় করা কাঙ্খিত ওয়াইফাইয়ের কিউ আর কোড টি সাবমিট করুন। আশা করি, এর ফলাফল স্বরূপ আপনি মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানতে পেরেছেন। এই ওয়েবসাইটে যেকোনো কিউআর কোড সাবমিট করলে তার রেজাল্ট দেখা যায়। অর্থাৎ আপনি যখন আপনার কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ডের কিউ-আর কোডটি এখানে সাবমিট করবেন তখন তার পাসওয়ার্ড আপনি খুব সহজেই বের করতে পারবেন।
ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করব?
পোস্টের এই অংশে থেকে দেখে নিন পিসি থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। যারা ল্যাপটপ/ ডেক্সটপ কিংবা উইন্ডোজের কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে চান এই ধাপটি তাদের জন্য। প্রথমত আপনার ডেস্কটপের ‘রান’ (Windows key+R) কমান্ডে দিতে হবে। এবার কমেন্টে লিখতে হবে ncpa.cpl এবং ওকে বাটনে ক্লিক করতে হবে। আপনার ডেক্সটপ বা কম্পিউটারের যতগুলো ওয়াই-ফাই/নেটওয়ার্ক রয়েছে সেগুলো সারনি আকারে দেখতে পাবেন।
এখন আপনি যেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন সেটির উপর ডাবল ক্লিক করুন। এবার আপনার ডেক্সটপে একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসের মধ্যে ‘ওয়্যারলেস প্রপার্টিজ’ লেখা পেয়ে যাবেন, ক্লিক করুন। এখন আপনার ডেক্সটপে আমি একটি ইন্টারফেস শো করবে। সেখানে লেখা থাকবে ‘সিকিউরিটি’। ‘ সিকিউরিটি’ অপশন এ ক্লিক করে ওপেন করলে আপনি পাবেন, সেখানে আপনার কাঙ্খিত ওয়াইফাই এর পাসওয়ার্ড পেয়ে যাবেন। যারা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানতে চান। আশা করছি, পোষ্টের এই অংশ থেকে ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানতে পেরেছেন।
রাউটার থেকে সরাসরি ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মগুলোর মধ্যে এই নিয়মটি মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে যান। যেই নেটওয়ার্কটি বর্তমানে আপনার মোবাইলে কানেক্ট করা আছে, তার উপর ট্যাপ করে ধরে রাখুন। যদি সেখানে ‘মডিফাই নেটওয়ার্ক’ নামে কোন অপশন থাকে তাহলে সেখানে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে ‘শো-এডভান্স’ পেয়ে যাবেন, ক্লিক করুন। এরপর ‘ডিএইচসিপি’ লেখার উপর ক্লিক করে স্ট্যাটিক করে দিতে হবে। রাউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম আলোচনা করা হল।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম – অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়
এরপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ‘গেটওয়ে’, টার নিচে আইপি অ্যাড্রেস এর মতো একটি নাম্বার পেয়ে যাবেন। আইপি নাম্বারটি কোথাও লিখে রাখুন বা কপি করে রাখুন। এখন আপনার মোবাইলে কোন একটি ব্রাউজার ওপেন করে গেটওয়ে নাম্বারটি পেস্ট করুন বা লিখে দিন। এখন আপনার আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। দেখুন সেখানে লেখা আছে ইউজারনেম এবং পাসওয়ার্ড। ইউজার অপশনে গিয়ে ছোট অক্ষরে লিখুন ‘admin’ । এখইভাবে পাসওয়ার্ড অপশনেও ‘admin’ লেখাটি লিখে লগইন করুন। এরপর আপনার সামনে একটি ডিটেইলস আসবে, সেখানে আপনি কাঙ্খিত ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পাবেন। এটি ছিল অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। তবে, রাউটারের অ্যাডমিন বা মালিক যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে রাখে তাহলে এই ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মটি কাজ করবে না এবং আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন না।
অ্যাপ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম – অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মগুলোর মধ্যেই এই নিয়মটি ৪ নাম্বার নিয়মের মতো। তবে এই পদ্ধতিতে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং সার্চ বক্সে সার্চ করুন Router Setup Page লিখে।
উপরের ছবিতে দেওয়া অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অ্যাপসটি ওপেন করার পর কিছু টার্মস আসবে, সেগুলো অ্যাগ্রি করে দিন। এবার আপনার সামনে একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার মোবাইলে কানেক্ট করে ওয়াই-ফাই সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকবে। এরপর পেজটির উপরের দিকে লেখা দেখবেন ‘প্রেস টু আপডেট’ ক্লিক করুন। ক্লিক করলে আপনি যে ওয়াই-ফাই এর পাসওয়ার্ড জানতে চাচ্ছেন টার আইপি নাম্বার পেয়ে যাবেন। এর নিচে লেখা থাকবে ‘ওপেন রাউটার পেজ’ এখানে ক্লিক করতে হবে। আপনার স্ক্রিনে ‘অথেনটিকেশন রিকোয়ার’ নামের একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আপনাকে ঠিক ৪ নাম্বার নিয়মের মতো করে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে ইংরেজি ছোট হাতের ‘admin’ লিখে লগইন করুন। এরপর একটি পেজ ওপেন হবে, পেইজের ডানদিকে উপরে তিনটি আইকন চিহ্ন দেখতে পাবেন, ক্লিক করুন। এবার আপনার সামনে যেই পেজটি আসবে সেখানে কোথায় লেখা থাকবে ‘ওয়ারলেস সেটিং ‘অথবা’ ওয়ারলেস সিকিউরিটি’ একটু কষ্ট করে খুঁজে নিতে হবে কথায় আছে। খুঁজে পাওয়ার পরই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মগুলোর মধ্যে এই নিয়মটি অন্যতম।
সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের দেখার উপায় – ১৯২.১৬৮-১.১ শো পাসওয়ার্ড
বাংলাদেশের অধিকাংশ ওয়াই-ফাই ব্যবহারকারী TP-Link Router ব্যবহার করে। আপনি নিজেও হয়তো TP-Link Wi-Fi ব্যবহার করেন। এজন্য ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম এর পোষ্টের এই অংশে TP-Link Router এর পাসওয়ার্ড বের করার নিয়ম দেখাব। TP- Link Router ব্যতীত অন্য কোন কোম্পানির রাউটার ব্যবহার করে থাকলে প্রথমে তাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করে, কোম্পানির দেওয়া কমন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করুন। (বেশিভাগ সময় Username- admin ও password – admin থাকে, না হলে একটু কষ্ট করে গুগল করে নিলেই পেয়ে যাবেন)। তারপর নিচের ৩ নং ধাপ অনুসরণ করতে থাকুন।
১) নিচের দেওয়া ডাউনলোড লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড https://play.google.com/store/apps/details?id=com.tplink.tether&hl=bn
২) username & Password দুই জায়গায়ই admin লিখুন (যদি ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ না করা হয়) এবং লগইন করে নিন।
৩) লগ ইন করতে আপনি যেই ওয়াইফাই এর সাথে যুক্ত আছে, সেটা শো করবে। সেখানে ক্লিক করে প্রবেশ করুন।
৪) এখন দেখুন আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড দেখাবে। ওয়াইফাই এর পাসওয়ার্ড হিডেন অবস্থায় বুলেট অক্ষরে রয়েছে।
৫) পাসওয়ার্ড এর ঘরের পাশে Eye Button এ ক্লিক করে পাসওয়ার্ড দেখে নিন।
WiFi পাসওয়ার্ড চুরি – ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
আশা করছি এখন থেকে আর আপনাকে WiFi Password ভুলে যাওয়া নিয়ে টেনশন করতে হবে না। কোথাও লিখে রাখার প্রয়োজন হবে না। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার খোঁজ করে থাকেন অনেকেই। সত্যিকার অর্থে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার কোন সফটওয়্যার নেই, সেটা আপনারা উপরের সম্পূর্ণ পোষ্টটি পরলেই বুঝতে পারবেন। যারা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানার জন্য এই পোষ্টে এসেছেন, তাদের জন্য এই পোষ্টটি অনেক উপকারে আসবে। আপনি আপনার বন্ধুকে চ্যলেঞ্জ করতে পারবেন, যদি সে আপনাকে তার ওয়াইফাই-তে কানেক্ট করে দেয়। তাহলে আপনি ২ মিনিটের মধ্যে তাকে পাসওয়ার্ড বলে দিতে পারবেন। আজকের পোষ্টটি এখানেই শেষ করবো, পোষ্টটি আপনার উপকারে আসলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।