আপনি হয়তো ভাবছেন আপনার এয়ারটেল 3G সিমটি 4G করবেন। এজন্য Airtel সিম 4G করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা আলোচনা করবো Airtel সিম 4G করার নিয়ম সম্পর্কে। এই পোষ্টের এয়ারটেল 3G সিম 4G করার নিয়ম আপনার আপগ্রেডেশন করার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়তা করবে। পোষ্টে দেখানো Airtel সিম 4G করার নিয়ম ফলো করলে খুবই সহজেই আপনার সিমটি আপগ্রেডেশন করে নিতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এয়ারটেল 3G সিম 4G করার নিয়ম গুলো।
আমরা সবাই জানি, এয়ারটেল বাংলাদেশের সেরা নেটওয়ার্ক। এয়ারটেল নিজেই এখন তাদের পূর্বের 2G/3G গ্রাহকদের সিম রিপ্লেস করে 4G সিমে আপগ্রেড করে নেওয়ার জন্য উৎসাহিত করছে। কারণ এয়ারটেল 4G দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক কভারেজ। তাই নিরসন্দেহে এয়ারটেল 4G সিম আপনার দৈনন্দিন কাজকে দ্রুতগতিতে করতে সাহায্য করবে। এজন্যই মানুষ Airtel সিম 4G করার নিয়ম জানতে আগ্রহি। Airtel সিম 4G করার নিয়ম জানানোর পাশাপাশি এয়ারটেল সিম বন্ধ করার নিয়ম সম্পর্কে জানাবো এই পোষ্টে।
এয়ারটেল গ্রাহকরা সিম আপগ্রেড করলে ৭ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবে। এয়ারটেল 4G সিম আপনাকে উচ্চ গতির ভিডিও স্ট্রিমিং, নিখুঁত ভিডিও কলিং এর অভিজ্ঞতা, লাইভ টিভি দেখাসহ আরও অনেক কিছু এয়ারটেল 4G গ্রাহকদের সামনে উন্মোচিত হবে। আগেই বলেছি এয়ারটেল 4G দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক কভারেজ। তাই আপনার হাতের সকল কাজ হবে আগের থেকে দ্রুত, দৈনন্দিন জীবনের প্রতিটি নিস্প্রুভ মুহূর্ত হয়ে উঠবে আনন্দদায়ক।
এয়ারটেল 3G সিম 4G করার নিয়ম
এয়ারটেল 3G সিম 4G করার জন্য কিছু নিয়ম মানতে হবে। আপনি নিজে থেকে Airtel সিম 4G করতে পারবেন। এজন্য আপনাকে নিকটস্থ এয়ারটেল সেবা কেন্দ্রে যেতে হবে। এরপর কিভাবে কি করবেন? এয়ারটেল সিম রিপ্লেসমেন্ট ফি কত টাকা? কোন পদ্ধতিতে সিম আপগ্রেডে করবেন সবকিছু জানাবো।
- আপনার নিকটস্থ এয়ারটেল সেবা কেদ্র বা Airtel Customer Care এ যেতে হবে। অথবা আপনি চাইলে কোন বায়োমেট্রিক রিটেইলে গিয়েও করতে পারবেন।
- আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।
- কোনো গ্রাহক জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম রেজিস্ট্রেশন করা থাকলে, তখন বৈধ ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে।
- সিম আপগ্রেড করতে ২০০ খরচ হবে(সিম রিপ্লেসমেন্ট ফি)।
এয়ারটেল সিম 4G করলে আপনি দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। সেরা কলিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন এয়ারটেল 4G তে। আপনার এয়ারটেল 3G সিমটি 4G তে আপগ্রেড করলে আপনার এয়ারটেল 4G অফার প্রয়োজন হবে। নিচে কিছু এয়ারটেল 4G বান্ডের অফার দেওয়া হল। পছন্দ হলে নিতে পারনে।
আরো পড়ুনঃ রবি 3G সিম 4G করার নিয়ম
বান্ডেল অফার ৯৮ টাকা
এয়ারটেল নিয়ে এসেছে মাত্র ৯৮ টাকায় টকটাইম, ইন্টারনেট এবং এন্টারটেইনমেন্টের জন্য দারুন এক বান্ডেল অফার মাত্র ৯৮ টাকায়। ৯৮ টাকায় অফারটিতে রয়েছে ১.৫ জিবি ইন্টারনেট, ৫০ মিনিট টকটাইম (সকল নম্বরে) এবং ৫০টি এসএমএস (সকল নম্বরে)। ZEE5 ফ্রি সাবস্ক্রিপশন ৭ দিনের জন্য। অফারটি আপনাকে ৯৮ টাকা রিচার্জ করতে হবে অথবা অফার কেনার কোড *১২৩*০৯৮# ডায়াল করতে হবে।
অফারটির শর্তাবলী
অফারটি শুধু প্রিপেইড গ্রাহকরাই উপভোগ করতে পারবেন। অফার প্যাকটি USSD এবং রিচার্জ করার মাধ্যমে কিনতে পারবেন। ইন্টারনেট হিসাবে 2G/3G/4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *৩#। এয়ারটেল মিনিট চেক করার কোড *৭৭৮*০#। এয়ারটেল এসএমএস চেক করার কোড *৭৭৮*৬#।
৪৮ পয়সা/মিনিট কল রেট
আপনার এয়ারটেল 4G তে নিচের যেকোনো নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করার মাধ্যমে উপভোগ করুন যেকোনো লোকাল নম্বরে ৪৮ পয়সা/মিনিট।
* ২৪ টাকা রিচার্জে, ৪৮ পয়সা/মিনিট কল রেট (যেকোনো লোকাল নম্বরে) মেয়াদ থাকছে ৬ দিন।
* ৪২ টাকা রিচার্জে, ৪৮ পয়সা/মিনিট কল রেট (যেকোনো লোকাল নম্বরে) মেয়াদ থাকছে ১৪ দিন।
* ৯৪ টাকা রিচার্জে, ৪৮ পয়সা/মিনিট কল রেট (যেকোনো লোকাল নম্বরে) মেয়াদ থাকছে ৩০ দিন।
* ১৩৩ টাকা রিচার্জে, ৪৮ পয়সা/মিনিট কল রেট (যেকোনো লোকাল নম্বরে) মেয়াদ থাকছে ৬০ দিন।
অফারটির শর্তাবলী
উক্ত অফারগুলো এয়ারটেল প্রিপেইড গ্রাহক ২৪ টাকা, ৪২ টাকা, ৯৪ টাকা ও ১৩৩ টাকা রিচার্জ করার মাধ্যমে নিতে পারবেন। শুধু লোকাল নম্বরে এই স্পেশাল কল রেট অফার প্রযোজ্য হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আপনি একাধিকবার অফারটি নিতে পারবেন। একাধিক রিচার্জের ক্ষেত্রে, আপনার জন্য দীর্ঘতর মেয়াদটি অ্যাক্টিভ থাকবে। ২৪ টাকা, ৪২ টাকা, ৯৪ টাকা ও ১৩৩ টাকা রিচার্জ করার পর ইন্সট্যান্টলি বিশেষ কলরেট অফারটি অ্যাক্টিভেট হবে। এয়ারটেল 4G সিমে বোনাস মিনিট বান্ডেল মিনিট ক্ষেত্রে উক্ত কলরেট অফাগুলো প্রযোজ্য হবে না। এক্ষেত্রে স্পেশাল কলরেট পাওয়ার জন্য বোনাস মিনিট বোনাস বান্ডেল আগে শেষ করতে হবে তারপর নির্দিষ্ট কোন অফার কিনতে হবে। FnF ও প্রিয় নম্বরের থেকে প্রযোজ্য হবে লোয়ার কলরেট। ক্যাম্পেইন চলাকালীন সময়ে অন্যান্য সার্ভিস রেট (যেমন: SMS, ইত্যাদি) অপরিবর্তিত অবস্থায় থাকবে। ১ সেকেন্ড পালস্ প্রযোজ্য করা হবে। ট্যারিফের উপর সরকারী ট্যাক্স প্রযোজ্য থাকবে।
বান্ডেল অফার ১৯৩ টাকা
সারা মাসের জন্য উপভোগ করতে রিচার্জ করুন ১৯৩ টাকার এই দারুন অফারটি। ১৯৩ টাকার এই অফারটিতে রয়েছে ৩১৫ মিনিট টকটাইম (যেকোনো নম্বরে) সাথে পাবেন ২০০ এসএমএস। অফারটির মেয়াদ থাকবে সারামাস (৩০ দিন)। অফারটি কিনতে ১৯৩ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*১৯৩#।
আরো পড়ুনঃ এয়ারটেল সিম বন্ধ করার নিয়ম
অফারটির শর্তাবলী
এয়ারটেল ব্যালেন্স চেক করার কোড *৭৭৮*০#। ১৯৩ টাকা রিচার্জ করলে গ্রাহকের মূল একাউন্টে টাকা যোগ হবে না। উক্ত টাকা কেটে নিয়ে ৩১৫ মিনিট টকটাইম (যেকোনো নম্বরে) সাথে পাবেন ২০০ এসএমএস দেওয়া হবে। যার মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত। অফার মুল্যের সঙ্গে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই একই প্যাক আবার কিনতে পূর্বের অব্যবহৃত মিনিট পরের প্যাকের সাথে যুক্ত করা হবে।
আজ আমরা আলোচনা করেছি Airtel সিম 4G করার নিয়ম সম্পর্কে। আশা করছি এয়ারটেল 3G সিম 4G করার নিয়ম সম্পর্কে জেনে এখন আপনি আপনার এয়ারটেল সিমটি 4G সিমে আবগ্রেড করতে পারবেন।